বিশ্বমানচিত্রের বিভিন্ন সাগর-মহাসাগরে যখন
স্বদেশী তরুণ-যুবকদের সলিল সমাধি হবার
মর্মস্পর্শী দুঃসংবাদগুলো কর্ণগোচরে আসে,
তখন চটকদার কিছু গল্প শেলের মত হৃদয় বিদীর্ণ করে!
অনেক কিছুই তখন দানাহীন বাদামের খোসার মত লাগে!
বিচিমুক্ত সীমের প্রতারণায় বিভ্রান্ত হয়ে যাই!
পদকধারী, যশস্বী কবিদের বাহারি কাব্যমালাও দুর্বোধ্য মনে হয়!
চাকচিক্যময় গালভরা বুলি, বিচিত্র বচনের কারিশমা,
জমকালো-সুদৃশ্য মাকালফলের কথা মনে করিয়ে দেয়!