যার জীবনই বর্ণহীন-
তার আবার গল্পের আয়োজন!
যা শুধু বাগাড়ম্বরই নয়, অর্থহীন!


ছন্দহীন গতির বিড়ম্বনায়
আলোর ফোয়ারা ছুঁয়ে দেখার আগেই
নেমে আসে নিকষ কালো অন্ধকার!


তবুও তোমার জৌলুসে প্ররোচিত নই বলে
প্রেরিত ঘাতকের আনাগোনায়
প্রকম্পিত হয় আলোর শেষ চিহ্ন!


সেই তখন থেকেই হারিয়ে গেছে
ছন্দিত কবিতার নন্দিত সাধনা,
পড়ে আছি ধোঁয়াশার মাঝে স্বপ্নহীন!