সহস্র সংকটের আবর্তে পৃথিবী ঘূর্ণায়মান!
অথচ, বাকি সব আছে আগেরই মতন।
অস্পষ্ট পথরেখা ধরে হেঁটে চলি অজানার পথে,
অপসৃত বিশ্বাস-আস্থায় নেই কৃতজ্ঞতার স্থান!
অথচ, বোধহীন ব্যাকুলতায় খুঁজে মরে শান্তনীড়!


মানবতার দুর্ভিক্ষে জনপদ ক্রমশ বিষাক্ত!
মানবতার নিরন্তর অপমৃত্যু সভ্যতাকে আজ
দাঁড় করিয়ে দিয়েছে প্রশ্নের মুখোমুখি!


পরকীয়ায় আসক্ত বিবর্ণ ভালোবাসায়
গার্হস্থ্য জীবন ও হয়ে উঠে ধুতুরা ফুল!
ক্ষয়িষ্ণু চেতনায় নিভৃতে লালিত হয়
স্খলিত সর্বগ্রাসী গুণ্ঠিত ফণা!


অকস্মাৎ প্রশ্ন এসে হৃদয় তাড়িত করে,
ওহে মুসলিম-
তোমার ঈমানের অস্তিত্ব কোথায়?