মৃত্যুর স্বাদ নিতে অপেক্ষমান আত্মা
হুমকিকে করবে কেন ভয়!
বিশ্বাসের স্তর যদি সত্যকে ছুঁয়ে যায়
তবেই ঈমান রবে অক্ষয়।


বিধাতার ফয়সালায় আশ্বস্ত মহাজন
কাহারও মুখাপেক্ষী নয়,
শুভঙ্করের ফাঁকি চমকে দেয় সত্য;
তবু সত্যেরই হয় জয়।


সুখ-স্বপ্নের প্রহর যারে করে বিভ্রান্ত
সে আত্মা সত্যমুখী নয়;
নিয়ত স্রোতের মুখে ক্ষয় হতে হতে
অবশেষে গ্রাস করে অবক্ষয়!


দুঃখ তো আসবেই দুর্গম জীবনপথে
করো না কখনো অভিনয়,
সত্য আড়াল করে মিথ্যার বন্ধুত্বকে
যে মানে, হয় না মহাশয়!


মহান সে সত্ত্বার কাছে করি প্রার্থনা,
আলোকিত করো এ হৃদয়,
তবেই জাগবে প্রেম, বিশ্ব হবে হেম
মহা সত্যের হবে অভ্যুদয়।