বুকটা জুড়ে বসে আছে জগদ্দল পাথর!
সুযোগ বুঝে ঠোকর মেরে নিঠুর পাখির দল-
খুবলে খাচ্ছে দেহের মাংস, করছে আজব ছল!
পাহাড় ডিঙ্গিয়ে স্বপ্ন যখন আকাশ পানে ধায়
জমিন জুড়ে বাদুর তখন রক্ত চুষে খায়!


খড়গ ঝুলে মাথার উপর, শুনছি আর্তনাদ!
ঘুরছে পবন, আসছে প্লাবন, বাড়ছে প্রতিবাদ!
কল্পলোকের স্বপ্ন এখন চায়ের কাপে তুলছে ঝড়;
ধ্বংস লীলায় মত্ত হয়ে ভাঙ্গবে বুঝি জীর্ণ ঘর
পরিণতি কার কি হবে পড়ে রবে শূন্য ধর!


বাঁকে বাঁকে হিংস্র পশু শিং উঁচিয়ে আছে
বদলে গেছে মানব জীবন অচল পথের মাঝে!
পাখপাখালী ছুটছে দেদার, ভুমিকম্পের আশঙ্কায়
স্বপ্ন দেখে দিন-রজনী মৃত্যুকে সে করবে জয়!
কারা যেন বলছে ডেকে, আসছে দুঃসময়!