ফোরাতের বুক চিড়ে বয়ে যাবে রক্তের স্রোত!
দলে দলে ভাগ হয়ে দিনেরাতে নিবে প্রতিশোধ!
বাতাসে উড়ে যাবে নানা কথা নানা অভিমত
শত্রু হননের তরে আরো অগণিত করবে শপথ!


মরু ছেড়ে আরো দূরে ছড়াবে বারুদের কটুগন্ধ
পৃথিবীর ঘরে ঘরে বাড়বে শত্রুতা, বাড়বে দ্বন্দ্ব;
মৃত্যুর মিছিলে বাড়বে আহাজারি, হবে সব অন্ধ
মিটে যাবে জীবনের সব আশা, মিটে যাবে ছন্দ!


অত্যুষ্ণতায় বাড়বে উত্তাপ, পুড়বে ফসলের মাঠ
মরবে পশুর দল, দাবানলে পুড়বে বনের কাঠ!
মরবে কীট-পতঙ্গ, পাখির ঝাঁক, অসংখ্য মানুষ
জমবে না নগ্ন আসর, উড়বে না সাধের ফানুস।


অহমিত দাম্ভিকের অশ্রুতে বাড়বে সাগরের জল
মরবে পাষন্ড জালিম, শোষক নামীয় কত খল!
ভাঙ্গবে প্রভাব বলয়, প্রজাপীড়করা হবে হীনবল
শেষে উড়াবে বিজয় কেতন সত্য সাধকের দল।