কিসের বাড়ি কিসের ঘর
সবাই হবে সবার পর,
পড়ে রবে শূন্য ভিটায়
তোমার-আমার নিথর ধর!


লোভ-লালসা থাকলে বেশি
টানতে হবে পাপের ভার,
মোহের জালে জড়িয়ে গেলে
দেখবে চোখে অন্ধকার!


ওই কোমরে বাঁধবে দড়ি
এই দুনিয়া নয় তোমার,
শূন্য হাতেই যেতে হবে
যতই বলো সব আমার।


আসামীর মত করে যখন
তুলবে তোমায় কাঠগড়ায়,
তখনকি আর পড়বে মনে
কি যে করেছিলে দুনিয়ায়!


হিংসা তোমার করেছে গ্রাস
বিদ্বেষী প্রাণ পায় না পার,
লাগাম ছাড়া জবান জুড়ে
নয়তো ভালো এতো ধার!