ধরুন প্রিয় কোনো গাছের পাশে চাঁদটা নেমে এলো
আপনার গলায় তখন নজরুলের গান
খালি রাস্তায় নিরব আলোর নাচন দেখতে দেখতে
রিকশাটা হেঁটে যাচ্ছে
সামনের গলি থেকে ঢেউ এসে সময়কে উড়িয়ে নিয়ে গেল...


তারপর কানামাছি খেলা;
লাটিম খেলার সতীর্থরা আমাদের হাত ধরে কোনো এক
বিকেল পালানো মাঠে নিয়ে গেল—
...সমুদ্রের কাছাকাছি।
পাহাড় দেখার সব ইচ্ছেগুলো পাশাপাশি রিকশায়
হাতে হাত ধরে হাঁটছে
তখনো আপনার গলায় ভেজা চোখের নজরুল;
ভেতরে অস্ফুট তোলপাড়
উদাস দৃষ্টিতে গোপন নেয়াশ।


ধরুন দৌড়ে আসা সন্ধ্যাটা মধ্য রাতেই থেমে থাকলো
আড়ালে জীবননান্দ একা একা হারানো হাসির তরজমা করছে
আবুল হাসান চিৎকার করে কাঁদছে
আপনি কি তখনো নজরুল গাইবেন?
না আমার হাত থেকে আপনার হাতকে আরো দূরে সরিয়ে নিবেন...