নিরাপদ নয় কিছুই—জপতপ আর মুর্শিদের জিকির। শাশ্বত বাণী কাঁধে ব্যবসায়ী মাজারে মাজারে। কী আছে নিরাপদ— বেডরুম—বাথরুম; বিশ্বাসের মলাটে ধুলো জমে গেছে বহুকাল।


সন্ধ্যা হলে সিনেমা দেখি—বন্ধ্যা ভাগ্য নিয়ে আপলোড করি নগ্নতা—মগ্নতা চলে আসে অন্ধকারে জন্ম নেওয়া আলোর প্রতি। লোভাতুর জিহ্বা নিয়ে মেঘ লেপ্টানো আকাশ দেখি—জারজ সাধক দু’চোখে অগ্নি উৎসব ছাড়া কিছুই দেখে না।


বড়শি গাথা টোপে ভাতঘুমের গ্রাম—বছর বছর জন্মায় আরো কিছু পিতৃহীন সম্পদ—


নিজের মধ্যে স্লোগান তুলে স্বেচ্ছায় ঝুলে পড়ি বড়শিতে...