জীবন চলার পথ
এতো নয় সোজা।
ক্লান্ত পথিক ছোটে  
কাঁধে নিয়ে বোঝা।


কেউ বা মাঝপথে
হাল দেয় ছেড়ে ।
গভীর ক্ষততে জীবন
আশা নেয় কেড়ে ।


কেউ নেয় আমৃত্যু
কাধে তার হাল।
কলুর বলদ সম
কাটে জীবন কাল।


কেহবা বাপের পুণ্যে
শৌর্যে বীর্যে ভরে।
জীবন যৌবন তাদের
আপন ইচ্ছে গড়ে।


দিনরাত এক করে
যারা মরে খেটে।
ঐশ্বর্যে পাহাড় বুনে
খিদে নিয়ে পেটে।


পিড়া ব্যাধি দুঃখে
কেহ দেন পাড়ি।
কতো পথিক সরেযান
জীবন পথ ছাড়ি।


     -------