আমি তোমায় চিনি কিনা?
চিনি গো চিনি পথিক

ঘাসফুল যেমন ফড়িং কে চেনে,
শুকনো পাতা ঝড়কে চেনে,
নীল আকাশ  চেনে সাদা মেঘকে
রাতের তারারা চেনে অন্ধকারকে,
সূর্য যেমন চেনে দিনের আলো
রাত্রি যেমন চেনে নিকষ কালো
গলির মোড়ের ছোট্ট শিশু যেমন চেনে মাকে।

তেমনি করে তোমায় আমি চিনি গো পথিক....
পথেই তো আমাদের শুরু আর পথেই শেষ,
পথইতো নিয়ে এলো এতোটা দূর
পথেই হল কত কথা বাজল প্রেমের সুর।

এ কি চেনা নয়?
দেখা শোনার নাম বুঝি চেনা জানা নয়?