যে ভালো আমায় বাসো তার দাম দিইনি কোনদিন।
নিতে পারি জেনে দিয়েছো অকৃত্রিম,
নিখাদ, দেদার, দরাজ তোমার দান।
আমি নির্দো! বলতে পারো স্বার্থপর!
কোচর ভরে, আজলা ভরে নিয়েছি নিঃসংকোচে;
প্রাণের কোটরে বাস যে প্রাণের;
গভীরের ভেতরে সংগোপনের;
রাতের গহীনে নির্লিপ্ততার;
জীবনের মোড়কে অবারিত যাতনার
লুকোনো যে রস সে তো সঞ্জীবনী!


এক জনমের ভালোবাসায়-এক জনমের লেনা দেনায়
সিন্ধুর এ তৃষা আক্ষেপে মরে বিন্দুর এ আয়ুষ্কালে।