মাঝে মাঝে খবর নিও,  
কেমন আছি না হয় একবার জানতে চেয়ো
কেমন থাকো জানিয়ে আমায় খবর দিও,
মনে হলে ফোন করো,
দুটো একটা ছোট্ট-খাটো মেসেজ দিও
খবর নিও মোবাইল ফোনে কিম্বা নিও ফেজবুকে
তবু আমার খবর নিও, আমায় তোমার খবর দিও ।

কি এসে যায় দু’দশ টাকা এমনি না হয় খরচা হল,
কি এসে যায় এমনি না হয় খানিক সময় নষ্ট হল
সমাজের এই নিয়ম মেনে নাইবা তুমি আমার ছিলে
তবু আমার গোপন ব্যাথায় তোমার পেলব ছায়া দিলে
এক জীবনের পথের শেষে পেছন ফিরে কে ই বা দেখে
ময়লা ছেঁড়া স্মৃতির খাতা যতন করে কে ই বা রাখে
তবু যদি মনে পড়ে আমায় তোমার খবর দিও
সুখে আছো ভালো আছো জানিয়ে আমায় খবর দিও।

দূরের বনে অচিন পথে অনামী এক পাখির মত থাকি আমি শাখায় শাখায়
শীত–গ্রীষ্ম পেরিয়ে যখন বসন্ত আসে গাছের ডানায়
এমনি করে দিন চলে যায় মাস চলে যায় যুগ বছর ও
ইচ্ছে হলে তুমি আমার ভালো থাকার খবর নিও
কেমন ছিলে কেমন আছো জানিয়ে আমায় খবর দিও।