ভরিয়া পরাণ দিয়েছিলে গান,
দিয়েছিলে শক্তি তাবৎ,
চলিতে জীবনের পথে।
বসেছিলে পাশে,
দিয়েছিলে শ্বাস ভরিয়া নিঃশ্বাসে
ভালোও কি বেসেছিলে তুমি
এলোমেলো এই আমারে।
স্বপনের মুঠি ভরিয়া আনি
গুঁজিয়া দিলে বুকে
হাতে হাত রাখি করিলে শপথ
রইবে সুখে দুঃখে।
অসীমের সীমা চিনাইলে তুমি
হেরে যেতে পারি জানিনাই আমি
পথের সাথে ছুটেছিনু তাই
পেছনে ফেলিয়া রথ।
বহুদূর পরে বিস্ময় বাড়ে
পথিক হারালো তার
চিরচেনা পুরাতন পথ।