একযুগ সঞ্চয়ে রেখেছি তোমার মুখ
বেদনার চক্রবৃদ্ধি সুদে
দহন জমেছে যেটুকু
লুটেরার দখলে গিয়েছে
পূঁজি তারও অধিক;
দেউলিয়া এই হৃদয় নিয়ে বসে আছি অপেক্ষায়
দিন শেষে দিয়ে দেব সব
বেদনার হাল-তামাদির বিবরণ!


একযুগ সঞ্চয়ে রেখেছি তোমার স্মৃতি;
জমেছে ময়লা দিনে দিনে
আভরণহীন আবরনে রেখেছি ঢেকে
রাখনি মনে তাকে দেখনি খুঁজে,
বড় বঞ্চনায় লিখি আজ
লাভ-ক্ষতির সালতামামী।


হারিয়ে যাওয়া সুখের খোঁজে
একযুগ সঞ্চয়ে রেখেছি তোমার মুখ।