ছোট বেলায় আমাদের কি সুন্দর ছিল মন,
গ্রামের সবাইকে মনে হতো কত যে আপন।
চাচাতো ভাইবোন ও গ্রামের ছেলেমেয়ে মিলে,
সারাদিন কাটিয়ে দিতাম নানান খেলা খেলে।
বিদ্যালয়ে যাওয়ার পথে দলবেঁধে সবাই,
হাজার রকম গল্প করতাম মনে ক্লান্তি নাই।
দোকান থেকে খাবার জিনিস কিনে আনিতাম,
ভাগ করে সবাই খেতাম, যেই দিক তার দাম।
সামান্য বেপারে মাঝে মাঝে যদিওবা হতো দ্বন্দ,
পরক্ষণেই সব ভুলে ফিরতো আবার ছন্দ।
চাচি, ফুফু, খালা, মামীকে মায়ের মতো ভাবতাম,
মনে যখন যেটা চাইত, সেটার বায়না ধরতাম।
ঘরে যদি থাকতো সেটা কখনো দিত না ফিরে,
কেনার জন্য টাকা দিত, যদি না থাকতো ঘরে।
ভাইবোন সবাই সবাইকে কত যে বাসতো ভাল,
ভাবতে এখন অবাক লাগে, সেই দিন কোথায় গেল?
এখন সবাই ব্যস্ত নিজের সন্তান পরিজন নিয়ে,
কেউ তাকায় না কারো দিকে, কাউকে কিছু দিয়ে।
কারো একটু সুখ দেখিলে হিংসায় জলে মরে,
ঝগড়ায় ব্যস্ত সবাই একে অন্যের ভূল ধরে।
অপরের দুর্নাম করা সবার নিত্য দিনের ঘটনা,
স্বল্প স্বার্থের ব্যঘাত ঘটলে করে কুৎসা রটনা।
স্বার্থের জন্য ভাইয়ে ভাইয়ে লেগে থাকে বিবাদ
ভাই, ভাইকে আঘাত করে, মিটায় মনের সাধ।
পরিস্থিতি এমন হয়েছে, নরক এর চেয়ে উত্তম,
এই অবস্থা দেখে এখন বের হতে চায় দম।
মনে বড় কষ্ট লাগে এই পরিস্থিতি দেখে,
মিলতে কি পারে না সব ঝগড়াঝাটি রেখে?
মিলেমিশে সবাই যদি গড়ত সমৃদ্ধ সমাজ,
পৃথিবীতেই স্বর্গের সুখ পাওয়া যেত আজ।