নিঃসঙ্গ নক্ষত্র
........................


নীহারিকায় দলছুট এক নক্ষত্র যেন সে
ধারে কাছে কেউ নেই সাথী তার,
জ্বলছে সে আজন্ম আলোর প্রদীপ হয়ে
পৃথিবীকে দেখেনি সে, পৃথিবীও দেখেনি তাকে
আলোকরেখায় ছুঁতে পারেনি সে মানুষকে কোনোদিন
মহাশূন্যের মহাবিস্তারে একাকী অস্তিত্ব হয়ে আছে সে।


মনুষ্যহীন নভোযানের ক্যামেরায় বন্দী ছবি তার যাচ্ছে পৃথিবীতে
নামহীন নগণ্য নক্ষত্রের সাথে আর দেখা হবে না এ নভোযানের
তার যে ফিরতি পথ নেই, হারাবে সে অন্ধ বিবরে।


ধীর লয়ে ক্ষয়িষ্ণু নক্ষত্র আবার নিস্তব্ধ নিঃসঙ্গতায় যায় জ্বলে
শুধু ছবির নক্ষত্র হাজার বছরের নিঃসঙ্গতার কথা তার বলে ★