(১)
আরও এক'রাশ নৈশব্দের পর-
কবিতারা ছেড়ে যাবে রেখাচিত্র..
নিস্তব্ধতায় ঢুকে পড়বে কোলাহল..।
হারিয়ে যাবে-
জোছনায় ভাসা নদী ;
অথবা ডানপিঠের 'ডাংগুলি গাথা'।
অস্তিত্বের খোঁজে কবি,
করে বিপ্লবের অপেক্ষা।
কবে আবার পথে পথে হবে বিপ্লব,
তাজা বারুদে ভরবে শহর,
মায়ের শুন্য আচলে জমবে হাহাকার..!


(২)
শেষ নাট্যংশে বিলাপ করবে,
কয়েকটি মানুষ ও কাক..
মাটি পাবে, আত্নাহারা 'বিপ্লবী শরীর'।
আরও কিছুক্ষণ ;
তারপর ভুলে যাবে 'তুমি ছিলে এখানে'-
ঠিক এক জলজ্যান্ত হয়ে।


যদিও 'বিপ্লব' এক বিস্মৃত অতীত...
যেখানে 'অসত্যই' ভবিতব্য!