জাগতিক জীবনের ইতি টেনে;
ছুটি নেব একদিন।
থেকে যাবে স্কেলিটনের অবশেষ
-সবার যেরকম থাকে!


রঙচটা এফিটাফ ভরে ওঠে শ্যাওলায়
কুয়াশায় পথ ভুলে-
মিছিল চলে আসে আত্নার,
এই গৌড়িপুর নদী তীরে।


একদিন,
লুকিয়ে যাব; ধান খুটে খাওয়া ইঁদুরের পালে
জোনাকির দলে, জোছনার মাঠে
অতিদুর ভবিষ্যতের রাতে।


হয়তো একদিন-
হঠাৎ হারিয়ে যাব, ফুরিয়ে যাবে তুমি..
নিঃশ্বেষ হবে মহাকাল
খুব ভোরে দোয়েলের মত, অথিতি হব ক্ষনিকের
হয়তো একদিন এই গড়িয়ার মাঠে ..।