রাতের আকশটা কেমন মেঘে ঢাকা
বৃষ্টি নামবে? তবে নামুক।
কোন এক বর্ষা রাতেই প্রয়ান হবে আমার
বলেছিল পলাশডাঙার জ্যেতিষ।
জ্যেতিষ তুমি সত্যি হও
দেখ বৃষ্টি নামছে, আমার প্রিয় শেষ বৃষ্টি।



এরকম হাজারো নিরব রাত্তিরে-
বোঝা বাড়ায় হিসেবের খাতা!
ব্যালকনির ঠান্ডা বাতাসে;
ইচ্ছে জাগে আরও কিছুক্ষন বাচার!


মৃত্যু? যদি দাও এভাবে হঠাৎ;
তবে ; শুধু বৃষ্টি দিও দুদন্ড!
আমি মেনে নেবো বিনা অভিমানে।