তোমাকে ভালবাসবার অধিকার আর নেই আমার
-সে ছিল অনেক আগে
ফুরিয়ে গেছে; খেয়া পারাপারের ছলে ।
হরিভজনের চশমায় কালি পড়ে গেছে,-
বলে কি প্রেম ফুঁড়িয়ে যাবে?
চারদিকে ঝাঁক বেঁধে থাকে বাদুড়ের দল,
দেখো একদিন; ফলাহার ছেড়ে রক্ত চুষে খাবে বাদুড়…
সময় থেমে থাকে না, যুগে যুগে প্রেম পালটায়
বেঁচে থাকে এক বিষাদ নরকঙ্কাল!