ঘোর লাগা চোখে, উদ্বাস্তুর স্বপ্ন!
রাত পাড়ায় নামে পাখিদের নিয়ম ভাঙার গান,
ইতিহাস চাপা পড়ে বারুদে।
ক্ষুধার্ত শিশুর চোখে হাহাকার-
সোনালী চোখের ঈগল; …অপেক্ষায়!
শান্ত বিকেলটা হঠাৎ ঝংকার তোলে-
নরমাংসে তৃপ্তি মেটানো ঈগল বলি হয় নয়া বারুদে!
বোমা পেটে যান্ত্রিক বিমান, খোঁজে সর্ব-হারার দল।
ঘোর লাগা চোখ অস্থির হয়,
যেন স্বপ্ন-মৃত্যুর মাঝামাঝি
_এক নয়া উদাস্তু!