না বলা কথাগুলো
নিজের কাছেই থাক


কথা হয়তো
বলে ফেলা তো যায়; কিন্ত
অনুভূতি তো বলা যায় না
মৃতপ্রায় জীবন তো সজীব হয় না;
শব্দের সীমাবদ্ধতা আছে
বোঝারও দৈন্য তা থাকে।


নানা যুক্তি, পাল্টা যুক্তি, তর্ক বিতর্ক, সান্তনার বানী
মোটিভেসনের ঝড়
আরো বেশি রক্তাক্ত করে।


কথাগুলো নিমিষেই
রিভলবারের বুলেট হয়ে যায়;
নিজের কাছেই থাক
সুরক্ষিত থাকবে;
নিরাপদে থাকবে।


কথাগুলো ভীতু খুরগোশের মতো
অস্থির থাকে মাঝে মাঝে;
সরু কোমড়ের মৃদু দোলার মত বুকে ওঠে কম্পন;
কখনো নিস্ফলা নারকেল বাগানের মতো স্থবির;
তবুও সপ্নেরা থাকে কথাতে; লুকিয়ে, অগোচরে।


কথাগুলো নিজের কাছেই থাক
সুরক্ষিত থাকবে
নিরাপদে থাকবে।


জুলাই ২৭, ২০২২
বিকেল ৩টা