নিঃসঙ্গতার সমারোহ
পিনপতন নীরবতা;
নিঃশব্দে ঘুমে অচেতন
পৃথিবীকে তোয়াক্কাহীন যাত্রা;
কেউ কেউ তখনো সঙ্গী হবার অপেক্ষা।
কেউ বা দাম্ভিকতায় ভুলে থাকার অবিরাম চেস্টায় নিমগ্ন;
এসবই একটি স্থির চিত্র।


কেউ একজন আসলেন
অন্যরা এগিয়ে যেতে সাহায্য করলেন;
তিনি এখানে আসতে চান নি
আসতে বাধ্য হয়েছে্ন;
অন্য কেউ, আসার প্রতীক্ষায় কিন্তু
আসতে পারছেন না, অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না।


ওইখানে লাল রঙ
রক্তক্ষরণের দৃশ্য আঁকা;
হৃদপিণ্ডের অনুভবকে বিদ্ধ করে সাদা কাপড়ের ক্যানভাসে।
আতঙ্কঘন শ্বাস গভীর থেকে আরো গভীরে
ধীরে ধীরে তলিয়ে যাওয়া
প্রতিক্ষনে বিষাদের আলিঙ্গন;
মনঃকষ্টে গাছের শাখারা নূয়ে পড়েছে
যাবতীয় প্রস্তুতি সম্পন্ন, বিদায়ক্ষন উপস্থিত!!


একজন দূরে বসে দেখছেন, যাবতীয় দ্রৃশ্যপট
অন্যজন খুব কাছে থেকে


আমি তখন করবস্থানেই ছিলাম !!!



মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ১৯, ২০২২, ভোর ৬টা