আলোচনা ৯১


সত্য, মিথ্যা, ভুল এবং সত্যকে এড়িয়ে চলা- চার ধরণের বলার মধ্যে খুব সুক্ষ্ম পার্থক্য আছে যা সচরাচর ধরা পরে না । কবি তুষার অপু তার ‘যে লেখা মুছে গেছে’ কবিতায় খুব কৌশলী এক অবস্থান থেকে মানুষের চরিত্র উন্মোচন করার চেষ্টা করেছেন। আমরা কি পরাধীন? পরকীয়ায় ব্যস্ত? আমরা কি পরের দিন নাকি পরশুদিন আসবো- কথা দিয়ে কথা রাখতে পারি? আমরা কি পশু? প দিয়ে অনেক কিছুই হতে পারে। শেষ অক্ষরটি মুছে গেছে বোঝা না, তাই ‘প’ দিয়ে নানা কিছুই ভাবা যায়, সত্যও নয় আবার মিথ্যেও নয়, বিচারটা পাঠকের উপর।


চমৎকার এক কৌশলী ব্যবহার, সরাসরি বলা যায় না আবার না বলেও থাকা যায় না। ভাল আছি কিনা এমন প্রশ্নের জবাবে, ভাল আছি বললে অনেক সময় ‘মিথ্যা’ বলা হয় আবার ভাল নেই বললে ভুল কিংবা অসত্য বলা হয়, এরকম পরিস্থিতি্র মুখোমুখি আমার প্রায় সবাই হয়ে থাকি কিন্তু কোন উপায় থাকে না। মুছে যাওয়া অক্ষরের মধ্যে আসলে কি বলা হয়েছিল তার চেয়ে গুরুত্বপূর্ণ হোল কবি তার বলার কৌশলে আমাদের নিজেদের ভাবতে উদ্বুদ্ধ করেছেন, নিজেরাই যেন নিজেদের চিনতে পারি।


কবিতার বক্তব্যের চেয়ে উপস্থাপনার কৌশলটি আমাকে আকর্ষিত করেছে, অন্য পাঠকদের করেছে কিনা জানি না তবে আমি ভীষণ ভাবে আলোড়িত এবং সে কারনে কবিতাটি নির্বাচন করা।  কবির প্রতি রইলো শুভেচ্ছা এবং অভিনন্দিন।