তারপরের লেখাটুকু আর পড়া যায় না-
ওভার এক্সপোজ; জ্বলে গেছে আলোতে।
পড়া না গেলেও খেড়ে নেওয়া যাক
নিজের মতো করে- অ আ ই ঈ’র উপর
ছোটবেলায় যেভাবে স্লেটে ঘুরাতাম চক।
শুরুটুকু পড়ে সিদ্ধান্তে আসা যাবে না।
সত্য নয়; মিথ্যাও নয়-
কেমন যেন ঝুলিয়ে রাখার মতো-
মাথাটা গুলিয়ে খাওয়ার মতো।
যতটুকু পড়া গেছে- তার শেষ শব্দের শুরুতে ‘প’
এরপর বেশিরভাগ শাদা, কোথাও কোথাও বাদামী।
প’র পরে আর পড়া যায় না-
সত্য নয়; মিথ্যাও নয়- আমরা সবাই প...
পরাধীন। নাকি পরকীয়ায় ব্যস্ত?
নাকি পরেরদিন বা পরশু আবার আসবো;
সত্য-মিথ্যার মাঝামাঝি পদ নির্ণয়ে।
সত্য নয়; মিথ্যাও নয়- আমরা সবাই পশু।
হতে পারে! হ্যাঁ হতেই পারে
সত্য নয়; মিথ্যাও তো নয়।
।।
২৬/০৮/২০১৮
আমবাগান, মগবাজার