নাম মাত্র মূল্যে জীবন বিক্রি হচ্ছে
বেঁচে থাকার বাজারে;
জীবিকার প্রয়োজনে মেনে নিচ্ছে
দাসত্ব অকাতরে।


নাম মাত্র মূল্যে বিক্রি হচ্ছি
আমি, তুমি, সে;
জেনে কিংবা না জেনে
পুজিবাদ কে মুক্তির নিশানা মেনে।


নাম মাত্র মূল্যে বিক্রি হচ্ছে শরীর
প্রতিদিন, প্রতিরাতে;
আত্মহত্যা না করার শর্তে
বেঁচে থাকা এবং বাঁচিয়ে রাখার আবর্তে।


নাম মাত্র মূল্যে নৈতিকতা বিসর্জন হচ্ছে
তাৎক্ষনিক লোভের মঞ্চে;
একে অপরকে দোষারোপ করেই যাচ্ছে
জ্ঞানপাপী হচ্ছে অকাতরে।


নাম মাত্র মূল্যে ধর্ম বিকৃতি করছে
বাহবা আর সম্মানের আশায়;
ঈশ্বরের ক্ষমতাকে অবজ্ঞা করছে
প্রত্যাশার নিরাশায়।


নাম মাত্র মূল্যে তেলের বাটি নিয়ে ঘুরছে
ক্ষমতাবানদের ঘাটিতে;
আত্মসম্মান বিকিয়ে দিচ্ছে
ছিটিয়ে দেয়া গোশতের টুকরো মাটিতে।


মিরপুর, ঢাকা
আগষ্ট ২৫, ২০২২, রাত ১১টা