সময়ের কোলে মাথা রেখে
পরম স্নেহে
ইদানিং আর ঘুম হয় না;
কেবল দেহ নিস্তেজ হলে
এলিয়ে পরে বিছানায়।
অন্যথায় দিন রাত্রির হিসেব
মেনে জীবন চলে না।


জন্ম এবং মৃত্যু
যমজ দুভাই, একটি অভিশপ্ত
অন্যটি অনাকাংখিত;
ঈশবর থাকেন শুধু ভদ্রপল্লীতে।
পাথুরে জীবনে
ক্ষুধা এবং প্রেম; দুটোই যন্ত্রনার
এবং শক্তি ক্ষয়ের কারন।


ডলারের বিনিময় হারে
আনুপাতিক ভাবে হৃদকম্পন বাড়ে
খাদ্যচক্রে পাগলা হাতির আক্রমন;
তেলে তেলে তৈলাক্ত
কথাজীবিদের আস্ফালন
হিম হিম ঘুমের অবিশাস্য দেশ।


জমকালো আয়োজনের
পৃথিবী বড্ড একা হয়ে যাচ্ছে;
একলাচলো নীতি
প্রাচীন প্রতিষ্ঠানকে বৃদ্ধাংগুল
দেখিয়ে স্ট্রিপ ড্যান্সে মগ্ন;
আমি একাই হেটে চলি
শুনশান পথে, আজ এবং আগামীকাল।


আগষ্ট ৭, ২০২২, রাত ৮টা