অপূর্ণতার ভেতর
পূর্ণতা খুঁজি কেন সারাক্ষন?
প্রকৃতির স্বাভাবিক ধর্মে
মানুষের হবে ননারূপ, এখন তখন।


ভালোবাসা কখনো পূর্ণ হয় না;
পূর্ণতার আকাঙ্ক্ষা
একটি অপূর্ণতার স্বত্বার ছদ্মাবরন;
মানুষ জানে না,তার প্রকৃত কারন।


জীবনের ধর্ম অপূর্ণতার মাঝে
পূর্নতার মেকী অনুভূতি;
মানুষ মানুষকে ভালোবাসে না
হয়তো থাকে কিছুটা সহানুভূতি।


ভালোবাসা হলো
ছন্দহীন আকাঙ্ক্ষার একটু ছোয়া;
জীবনের নানা আয়োজনের
বহির্ভরনে থাকে কিছু মায়া।


মানুষের একাকীত্ব প্রাকৃতিক
প্রকৃতির সিদ্ধান্ত মৌলিক;
সিদ্ধান্তের বিপরীতে আধুনিকতার মোহে
জীবনের শেকড় ছেড়ে মানুষ হয় যান্ত্রিক।


মানুষ জানে না কি চায়?
কতটুকু চায়?
কতটুকুই বা এক জীবনে পায়?
অন্তীম সময়ে চোখের জ্বলে ফিরে তাকায়।


জীবনের প্রতিফলিত আলো
মানুষকে ভাবায়, কাদায়
হাসায়, আবার কখনো বা;
নির্লিপ্ত থাকা শেখায়।


মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ২২, ২০২২, ভোর ৬টা