আমরা
এক সভ্যতার গর্ব করি;
আধুনিকতার বড়াই করি;
একটা সমাজে বসবাস করি।
আদতে, সমাজ
আদান প্রদানের অস্থায়ী এবং সুদক্ষ ব্যবস্থাপনা;
সমাজ একটি বিনিময় প্রথা।


টাকা এবং ভোটের বিনিময়
ভালোবাসা এবং নিরাপত্তার বিনিময়
শ্রম আর অর্থের বিনিময়
চাওয়া এবং পাওয়ার বিনিময়
দৈহিক কাঠামোর পারস্পরিক তৃপ্তি বিনিময়
আর কিছু??


বুক এবং পিঠের বিনিময়
স্বাধীনতা আর পরাধীনতার বিনিময়
একক আর যৌথের বিনিময়
সত্য ও মিথ্যের বিনিময়
জন্ম ও মৃত্যুর রিপ্লেসমেন্ট রয়।


চাঁদ এবং সূর্য্যের যেমন
অদল বদল হয়
তাপ এবং শীতলতারও তাই;
দিন এবং রাত্রির
শোষকের এবং শোষিতের;
শান্তি ও যুদ্ধের চুক্তি
বন্দী এবং মুক্তির।


হাজার বছর আগে
এবং পরে
তখন, সমাজ ছিল অসভ্যতায় সভ্য;
এখন, সভ্যতায় অসভ্য।
আমরা স্থির নাকি চলমান
কেউ জানে না, জীবন মান।


মিরপুর, ঢাকা
আগষ্ট ১০, ২০২২, রাত ১২টা