সে আসছিল,
আমি যাচ্ছিলাম।


সে রিক্সায়,
আমি হেঁটে- হেঁটে।


সে তাকিয়েছিল,
আমি আড়ঁ চোখে।


সে হেসেছিল,
আমি মিটিমিটি।


চোখে চোখ পড়েছিল,
কিন্তু বলা হয়নি।


পরে দেখা হয়েছিল,
সে কিছু বলে নি।


চোখের ভাষায় বুঝেছি,
দু'জনের চোখের আকুতি;
আবার দেখা হবে কি?


১৫ই বৈশাখ,১৪২৯
ঢাকা, বাংলাদেশ।