এসেছে ফাল্গুন
লেগেছে আগুন
কৃষ্ণচূড়ার ডালে।
কোকিল গাইছে সুমধুর গান
গাছের ডালে-ডালে।


নব পল্লবে মেতেছে,
বৃক্ষরাজি;
শাখায় শাখায় ফুঁটেছে দেখ
আম কাঁঠালের কুঁড়ি।


রঙ- বেরঙের ফুলে
ফেঁপে উঠেছে কুঞ্জবন।
চারপাশে মাতোয়ারা
ফুলের সুগন্ধে ব্যকুল মন।


ঝাঁকে-ঝাঁকে উড়ে
মৌমাছির দল
ফুলে-ফুলে বসে
করে মধু আহরণ।


শীতকে করে বিদায়
নব উষ্ণ আমেজে দোলে মন।
পাড়ায়-পাড়ায় হয়েছে শুরু
বসন্তের আমেজ উৎসব।


১৪/০২/২০২২