হারিয়ে ফেলার ভয়ে
যখন আঁকড়ে ধরতে গেলাম,
কুয়াশার মাঝে;
তুমি হারিয়ে গেলে।


যখন আমি সূর্যের আলোর অপেক্ষায়
প্রহর গুন ছিলাম,
তখন তুমি ধোঁয়ার মাঝে;
আমায় ধোকা দিলে।


যখন আমি বুক ভরা আশা নিয়ে
প্রহর গুন ছিলাম;
জোস্ন্যা রাতে চাঁদের আলোয়,
দেখবো তোমায় নয়ন ভরে।


কিন্ত তুমি এক খন্ড মেঘ দিয়ে
ঢেকে দিলে চাঁদটাকে।


বড় আশা নিয়ে
তোমায় নিয়ে লিখেছিলাম একটি পদ্য
শুনাবো তোমাকে;
লুকিয়ে ছিড়ে নিলে ডায়েরি পাতা।


নানা ছলে রোজ বিকেলে
ছাদে উঠি দেখবো বলে
দিব পানি টবে
বলবো কথা তোমার সাথে নানা  ছলে-ছলে।


তুমি শুধু ভাঙোনি টবের চারা
ভেঙ্গেছো আমার মনের সুপ্ত বাসনা।
ভালবাসি বলে; তুমি
ভেঙ্গেছো ভালবাসা।


১৬ সেপ্টেম্বর ২০২১
খিলগাঁও, ঢাকা।