মেঘের পরে রৌদ্র ,
আঁধার কাঁটে র্সূয।
র্বষা আসবে;তবেই,
খরা কাঁটব।
জীবন মানে সুখ নয়
বেদনার পরেই সুখ হয়।
সকল দুঃখ ঘুচবে,
তবইে সুখ আসব।


মেঘ দেখে ভয় নয় ,
রৌদ্র অপক্ষোয় ।
সূয্যকরিণ দিবে দেখা;
কাটবে আঁধার,
থাকবে না আদ্রতা।


এই মেঘ এই রৌদ্র,
আনবে বয়ে জীবনে সুখ; দুঃখ।