মৃত্যু যদি হয় যুদ্ধক্ষনে,
পাঠাইও আমার লাশ;
স্বজন পানে।
বলিও সকলরে–––
আমায় যেন সমাধি করে মায়ের পাশে।


বাবাকে দিও না খবর আগে,
শোকে বাবা হবে পাথর;
আমার মৃত্যু খবর পেয়ে।


ভাইকে বলিও–––
ফেলে না যেন চোখের জল,
ও যদি কমল হয়;
থাকবে না কেউ শক্তিধর।


বোনকে দেখিও না আমার মুখ–––
বোন যে আমার খুবই সখা,
পারবে না সইতে ;
আমায় হারানো ব্যথা।


বলিও আদরের ভাগ্নিকে,
পারিনি দিতে কিছু –––
দিলাম ওকে ওর নানীর কুরআন,
রাখে যেন আশীর্বাদে।


বলি হে শোনো বাংলা,
কাঁপিয়ে দিয়েছি ওদের,
কাপিনি আমরা।
বীর বাঙালি সোলজার আমরা।


                  ২৩/০৪/২০১৭
            *******