পদ্মার বাঁধ ভেঙ্গে উচ্ছাস ঢেউ
যাত্রা করলো সমুদ্রে।
একমাত্র বাধাই যে তার বাঁধ;
তা কিন্ত নয়।
পথে- পথে কত বাধা,
পেরোতে হবে কত ঢেউ;
সে হিসাব কি জানা?


জাগো বাঙালি জাগো
সুকান্তের দুর্মর কবিতার মতো।
শুধু বাধা যে ছিল একাত্তর;
তা কিন্ত নয়।
সামনে যে কত বাধা,
তা কি ভাবনায় নাই?


তোমরা কি ভুলে গেছো বেমালুম!
৮ই ফাল্গুন ঝরে ছিল তাজা রক্ত।
তোমাদের কি মনে নেই?
তিরিশ লক্ষ শহীদের কথা।


ওরা কিন্তু ছাড়েনি ছোট শিশু,
দেখেনি কে মা, কে বোন?
দেখেনি কে বিধবা।
জাগো বাঙালি জাগো
সামনে পেরোতে হবে বহু বাধা।


বাঙালি হও,
সূর্যের আলোকের ন্যায়।
আলোক যেমন কুয়াশা করে ভেদ;
আলোকিত করে ধরণী।


০৯ মে ২০১২
রমনা, ঢাকা।