তোমায় খুঁজছিলাম
তুমি ঘরে নেই।
হেশেলে উঁকি দিলাম,
তুমি নেই।
বাথরুমের দরজা খোলা;
লাইট বন্ধ।
তবুও উঁকি দিলাম,
তুমি নেই।

                  নাম ধরে ডাকলাম
                  তুমি নেই।
                  এক দৌড়ে ছাদে,
                  পশ্চিমের কোনে খুঁজলাম;
                  তুমি নেই।
                  পূবের কোনে?
                  তুমি নেই।
                  উত্তরে!
                  না; তুমি নেই।


তালা খোলা চিলেকোঠার
দরজা হাল্কা চাপানো।
ভয়ে গেল পা আঁটকে;
কে খুল্লো চিলেকোঠা?
তুমি!
নাকি চোর।


                 ভয় ধরে গেল মনে,
                 পা দুটি হিম।
                 ভালবাসা দিবস আজ
                 ভালবেসে এনেছি;
                 ঘাসফুলে মোড়ানো
                 লাল গোলাপ ফুল।


ভয়ে ভয়ে দিলাম ধাক্কা
চিলেকোঠার দরজা।
কাত হয়ে পড়ে আছে কাঠের টুল
উপরে ঝুলছে!
ভালবাসার বকুল।


৩১/১০/২০২১
খিলগাঁও, ঢাকা।