তীব্র ভালবাসা যদি
বাসা বাধে তোমার মনে।
ভাল থেকো তুমি
শুধু কিছুটা সময় হলও
ফিরে দেখো বন্ধুত্ব।
২২ আগস্ট ২২
তীব্র ভালবাসা যদি
বাসা বাধে তোমার মনে।
ভাল থেকো তুমি
শুধু কিছুটা সময় হলও
ফিরে দেখো বন্ধুত্ব।
২২ আগস্ট ২২
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৫টি মন্তব্য এসেছে।
প্রিয় কবি মুহাম্মদ সাইদুল ইসলাম রণি,
আসসালামু আলাইকুম। আগামী ২৭ আগস্ট, ২০২২; শনিবার বিকাল ৪-০০ ঘটিকায় কবিদের কাব্যিক আড্ডা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। আপনি সবান্ধব আমন্ত্রিত। ধন্যবাদ।
বিনীত/ কবীর হুমায়ূন
০১৭৩৩-৯৯০ ৯৬৫
অনুষ্ঠান স্থলঃ
''সরকারি কর্মকর্তাদের আবাসন''-এর হলরুম,
ভবন-৯, ব্লক-ট, মিরপুর সেকশন-৬, ঢাকা-১২১৬।
(মিরপুর-২ প্রশিকা ভবনের সামান্য উত্তরে এবং মিরপুর-১১ বাসস্ট্যান্ডের কিছুটা পশ্চিমে)।
প্রয়োজনে-
মুহাম্মদ মনিরুজ্জামান - ০১৮১৮-৩১৮ ৩১১
বরাবরের মতোই সুন্দর।
ভাল লাগল।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.