আমি দাঁড়িয়ে থাকবো
তোমার অপেক্ষায়;
চৈত্রের রৌদ্রে,
ভরা আষাঢ়ে ঝুম বৃষ্টিতে।


আমি দাঁড়িয়ে থাকবো
জোনাঁক রাতে; অপেক্ষায়
পথের দ্বারে ল্যাম্পপোস্টে
জানালার পর্দা সরিয়ে
উঁকি দিবে তোমার মুখ।


আমি দাঁড়িয়ে থাকবো
কলেজ ছুটি হলে; অপেক্ষায়
প্রেমের ভিখারি হয়ে।
যেমন করে থাকে,
ঝালমুড়ি - ভিক্ষুক - ফুচকাওয়ালা।


আমি থাকবো
পাড়ার দুষ্ট ছেলের দলে
শিস দিবো - গান গাবো
যেন তুমি তাকাও আড় চোখে।


১৪ ফেব্রুয়ারি ২০২৪