সেদিন প্রভাতে গিয়েছিলাম
সূর্য হয়ে তোমার ধারে....
সূর্যের কোমল আদর দিতে তোমার গালে।


তুমি ঘুমোছিলে.........
বিশ্বাস করো আমি পারিনি!!!
তোমার জানলার পর্দা আর তোমর ঐ রাগ,
বাঁধা দিচ্ছিল বার বার;
তপ্ত সূর্য হয়ে ফিরেছি সেদিনও।


সেদিন বিকেলে......
যখন তুমি তোমার ছাদে,
কফির মগ হাতে
গৌধূলির রঙে আমায় খুঁজছিলে,
বিশ্বাস করো আবিবের ঐ রঙের মাঝে
আমি ছিলাম না।


তোমার মুখের উপর চুলগুলো উড়িয়ে উড়িয়ে
যে বাতাসটা তোমার গালে আশ্রয় নিচ্ছিল,
ঐ বাতাসের মাঝেই আমি ছিলাম!!!
তুমি আমাকে চিনতে পারনি,
তাই তো বার বার চুল গুলো সরিয়ে দিচ্ছেলে।


বার বার চেস্টা করেও যখন ব্যর্থ আমি
পৌচ্ছতে তোমার হৃদয়ে
দূর থেকে নাহয় দেখব তোমায় তপ্ত সূর্য হয়ে
ভালবাসবো আমি বাতাসের মাঝে মিশে।


১৬/৭/২০১৮