স্মৃতির অ্যালবামের পাতা গুলো যদি উল্টাও
দেখবে সেখানে আমি আছি।
যদি আরেকটি পাতা উল্টাও
দেখবে সেখানেও আমি আছি।
যদি আরেকটি পাতা উল্টাও
দেখবে সেখানে আমি আছি; কিন্তু
সেখানে আমার চিত্র ধূসর
চুল গুলো এলোমেলো রুক্ষ
সাদা ফ্যাকাসে কায়া
যেন পথের বদ্ধ উন্মাদ।


তারপরও যদি পাতা উল্টাও
দেখবে সেখানে আমি নেই।
সেখানে বড় অট্রালিকা
দামি মার্সিডিজ- বিএমডব্লিউ
গা ভর্তি স্বর্ণ অলংকার
দামি দামি শাড়ি আর
চারপাশে চাকর-চাকরানী; কিন্তু
কিছু একটা নেই যেন!


যদি অ্যালবামের পাতা উল্টাও
দেখবে সেখানে সব আছে
কিন্তু সুখ নেই।


আমার ছোট বুকে হয়তো
ছিলো না কারি কারি অর্থ
ছিলো না অট্রালিকা।
ছিলো না বিত্ত; কিন্তু
সুখ ছিল; ছিলো ভালবাসা।


২৪ জানুয়ারি ২০২২