শরৎ এসেছে
সূর্য হেসেছে
কাশফুল উড়ছে
গোধুলির আকাশে।


ফুলের গন্ধে ভারি
পরিবেশ;
কোমল সুখকর রৌদ্রতেজ।


মৃদু হাওয়ায়
পত্রঝরা বৃক্ষের পাতা ঝড়ছে


শিউলি ছড়িয়ে লাবন্য
শরৎ প্রভাতে।


কখোনো রৌদ্র আবার ঝুম বৃষ্টি
ঘর হতে  দুই পা ফেলে;
মিলে না স্বস্তি।


শরতের স্নিগ্ধতা
কৃষকের প্রতিক্ষা
আসন্ন নবান্ন।


আলোক শিশিরে কুসুমে ধান্যে
বাংলার মাটিতে
সবুজ ধানের ওপর
সোনালি আলোর ঝমকানি।


৩০/১০/২০২১
খিলগাঁও, ঢাকা