তোমাদের জানালায় বসে থাকে
তোমার পোষা প্রিয় বিড়ালটি -----
ও যতটা জানে আমায়;
তুমিও তা জানোনি।

তুমি জানবে কেমন করে?
আমায় দেখার ভয়ে;
জানালাটাই তো খোলনি।


আমি গরীবের ছেলে বলে,
দ্বোতালায় উঠিনি।
দারোয়ান ডাকো যদি;
তাই দুঃসাহস করেনি।


অসহস্র বার করেছি নিবেদন,
ভাল তো বাসোনি;
করেছো উপেক্ষা।