বিক্ষিপ্ত জনতা
রাজপথে শুধু জুতা
মানুষ আজ নির্বাক
চারপাশে শুধু হাহাকার।


মোড়ে - মোড়ে পুলিশ ;
মোতায়েন স্টেনগান।
বাক স্বাধীনতা!
আজ ইতিহাস।


বইয়ের পাতায় পড়েছিলাম
আর গপ্পে-গপ্পে শুনেছিলাম।
দাদুরা বলত;
তাদের সময়ের কথা।


বলা তো দূরের কথা
লেখাটাও আজ মাপা।
কবে যেন শুনবো!
নিঃশ্বাসে নেই বিশ্বাস
বাক স্বাধীনতা।


১১ই বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
ঢাকা, বাংলাদেশ।