র্নিমম এই অবণী!?
কি র্নিমম মানব!?
কেউ বুঝেনা কেহোর বেদনা;
সবাই বুঝে নিজে স্বার্থ্য।


নিজেকে নিয়ে ব্যস্ত সবাই,  
কেউ রাখে না কেহোর তথ্য;
বিত্ত্ব পাইলে সবাই হয় হর্ষ।


দেয় না ভিক্ষান্ন,করে তিরস্কার;
দামী গাড়ী নিয়ে চলে,থাকে অট্রলিকায়;
মুসাফির হেটে চলে,থাকে বৃক্ষ তলায়।
খায় দামী আহার,


মুসাফির থাকে অনাহারে।
চাইতে গেলে অন্ন,
দেয় দূর দূর করে তাড়িয়ে।
কি র্নিমম মানুষ!


অশ্রু দিয়া বক্ষ ভরিয়া,
কহিত চাইল অন্তর বেদনা;
কইতে না পারল র্স্পষ্ট করি----
চলিল মুসাফির আপনার রাহে;
কোনো দিকে না চাহি-----


চলিল মুসাফির প্রত্যন্ত ছাড়ি।


নব দিবাকর পত্রিকা
২১ আগস্ট ২০২০