যদি মন চায়,
তবে এসো;
কোনো এক পড়ন্ত বিকলে।
যেখানে সূর্য থেমে গেছে,
তার লাল আভা ছড়িয়ে ।
আমরা দু'জন রেলের দু’ধারে,
হাঁটবো দু'জন ধরে দু'জনের হাত ।


এসো তবে;
যদি মন চায়,
কোনো এক শীতের সকালে।
যখন ভূবনময়,
থাকবে ভিজে শিশিরে।
হাঁটবো দু'জন খালি পায়ে,
শিশিরের ভিজা দূর্বার উপরে ।


যদি আসো,
কোনো এক সন্ধ্যায়;
তবে জানিও আমায়।
যাব তোমায় নিয়ে সেখানে,
যেখানে জলপাই চা করে ।


ভয় নেই,
চা খাবার ছলে;
দিব না তোমায় ছুঁয়ে ।
তবে যদি মন চায়,
ছুঁতে আমায়।
না করবো না তোমায়,
ছুঁতে আমায় ।


যদি আসো;
তবে এসো জানিয়ে,
সেদিন আর পড়বো না;
টি-সার্ট বা টাউজার।
পড়বো তোমার পছন্দের,
সেই লাল টক-টকে পাঞ্জাবিটা ।
তুমি কি আসবে ?