অন্যের চোখে নয় সে
আমার চোখে সে অপ্সরী।


পথে হাঁটার সময় যখন
তার হাতটি ধরি
আমার বুকে তখন
সিন্ধ অনুভূতি।


কখনো কখনো হাসে সে;
আমার বোকা প্রশ্ন শুনে।
কখনো আবার লজ্জায়
মুখ লুকায় আমার বুকে।
আবার কখনো অভিমানে
মুখ ঘুড়িয়ে রাখে।


কখনো আমার অসুখ হলে
জলে তার চোখে জোয়ার আসে।
চোখোতলে তার কালিতে ভরে;
রাতে ঘুমাতে না পেরে।
কিছু বললে কান্নায় টলে পড়ে।


অভিমানে ঠোঁট ফুলিয়ে বলে,
'তুমি আমাকে ভালোই বাসো না ।'


২৭ নভেম্বর ২০১৪