নৈরাজ্যহীন প্রাঙ্গণে জ্ঞানের দীপ জ্বলে,
নির্ভীক বুদ্ধির বাণী উচ্চারিত প্রতিপলে।
স্বার্থান্ধ কূটচাল ছিন্ন করে শৃঙ্খলার দীপ্তি,
তুলনাহীন চিন্তনে প্রসারিত চেতনার সৃষ্টি।

সততা-সংযমে গড়া থাকে নীতির ভূবন,
প্রশ্নহীন পঠন নয়, শুধু মেধার সম্মিলন।
লোপ পায় না মানবতা, উঠে জ্ঞানের কেতন,
অন্ধ অনুসরণ ভেঙে গড়ে যুক্তির রত্নভবন।

শিক্ষকের নয় দণ্ডের ভয়, বরং শিক্ষার দিশারী,
যার কথায় জাগে আলোর অন্বেষী— নব তরী।
নকল আর দৌলতের ছায়া যেথায় নিষিদ্ধ,
সেই শিক্ষাঙ্গনেই জন্ম নেয়, সমাজ বিশুদ্ধ।

এ স্বপ্ন নয় কেবল, এ হোক বাস্তব রূপরেখা,
যেথা শিক্ষা মানে মননের মুক্ত, সতত রেখা।
সুষ্ঠ শিক্ষার আলোয় প্রজন্ম হোক অনন্য,
প্রতিবন্ধী নয়, হোক ভবিষ্যতের ধ্রুবক অঙ্ক।

========