আমরা সবাই আসামি-
কেউ চার দেওয়ালের ভিতর,
কেউ বা খোলা আকাশের নীচে।
ভালো মানুষের ভিতরটা ক্ষতবিক্ষত করে একটা ক্ষুধার্ত পশুর কামড়।


আইন কোর্ট চত্বরেই সীমাবদ্ধ-
চোখ মেলে দাঁড়ায় না এসে সমাজের কাঠগড়ায়।
তবুও ভেসে যাওয়া খড়কুটার মতো
মূল্যবোধ এসে কড়া নাড়ে রোজ সত্যের দরজায়।


বন্দি দশায় মৃত্যুর খবর বারবার আসে।
মানুষের ভিতরে মানুষও মরে বহুবার।
বিবেকই শিক্ষক, বিবেকই আইন...
সংশোধনাগারে পরিণত হোক গোটা বিশ্ব সংসার।