মনে পড়ে সব হারিয়ে যাওয়া দিনের কথা,
স্মৃতির পাতায় আছে সে সব কথা গাঁথা।
জানি পাব না ফিরে সে দিন গুলো,
সব কিছু হয়েছে এলোমেলো।
আনন্দ-বেদনায় ছিল যত মোর সাথী,
দিনের পর দিন কেটেছে ধরে রেখেছি হাতটি।
হঠাৎ করে কি যে হলো?
খেলার মাঠটি ফাঁকা পড়ে রইলো,
আর হয়না হইচই,
বন্ধুরা সব কই?
বুঝতে পারলাম,
যে যার কাজে,
ছুটছে আপন মনে,
আর হয় না মধুর মিলন,
এক সাথে বসে।
হঠাৎ করে দুই-এক জনের সাথে
হয়ে যায় দেখা,
তখনি ঠিক মনে পড়ে
ছোট বেলার কথা।